চাকরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল’ বিস্ফোরক SSC’র প্রাক্তন চেয়ারম্যান

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: চাকরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল। বিস্ফোরক দাবি করলেন তৃণমূল আমলে SSC’র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। ২০১১’র জুন মাস থেকে ২০১৩-র অক্টোবর পর্যন্ত SSC’র চেয়ারম্যান ছিলেন তিনি।চিত্তরঞ্জন মণ্ডল আরও বলেন, চাপ বাড়তেই থাকল। নতি স্বীকার করিনি। কিন্তু, চাপ বাড়তেই থাকল। অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন। উনি দলের মহাসচিব। দোড়দণ্ডপ্রতাপ। খুব খারাপ লেগেছিল সেদিন। দুর্ব্যবহার করেছিলেন। দুঃখে ছেড়ে দিয়েছিলাম।স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে তাঁকে বসিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তখনকার স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই নিয়োগের কাজ করে যাচ্ছিলাম।যদিও পরবর্তীকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিয়োগে বেনিয়ম করতে বলেন তাঁকে। সেই চাপ ব্রাত্য বসু কখনই তাঁকে দেননি। তার অভিযোগ, স্বজনপোষণ, দুর্নীতি এবং বেনিয়ম করতে না চাওয়ায় বাড়িতে ডেকে তাঁকে অপমান করেছিলেন পার্থ বাবু। পরে ইস্তফা দিতে বাধ্য করা হয় তাঁকে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।