জয়েন্ট এন্ট্রান্স এর জেরে উচ্চমাধ্যমিকের দিন বদল ?

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগের সূচি অনুযায়ী ২ থেকে ২০ এপ্রিল ওই পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জয়েন্ট মেন (জেইই) পরীক্ষা হবে ১৬-২১ এপ্রিল। ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী অনেক আগে জানিয়ে দেওয়া হয়েছিল এরমধ্যে ১৬,১৮ এবং ২০ এই তিন দিন এর পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। কারণ এর একটি দিনে পড়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। ফলে একই দিনে পরীক্ষা হলে বিপদের মুখে পড়বে পড়ুয়ারা। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জয়েন্ট পরীক্ষাতে রাজ্য থেকে কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্রের তরফে সেই সময় পরীক্ষার তারিখ ঘোষণা করায় জয়েন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অনেকে। ফলে বিপাকে পড়বেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। তাঁদের কথা মাথায় রেখেই পরীক্ষার সূচিতে বদল আনছে সংসদ। গত পয়লা নভেম্বর পরীক্ষার সূচি ঘোষিত হয়। কিন্তু ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলে জয়েন্ট পরীক্ষায় বসতে পারবেন না অনেকেই। দুটি পরীক্ষার কথা মাথায় রেখেই পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।