জুনে ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের? 

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: পরের মাস অর্থাৎ জুন মাসে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান,” আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুইটি সেমিস্টারের নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই নিয়ে সংসদে আলোচনা হয়নি। আমরা এখনো উচ্চ মাধ্যমিকের খাতা বিতরণ ও ফলাফল প্রক্রিয়া নিয়েই ব্যস্ত। পরীক্ষার ফল জুন মাসের শেষের বেরোনোর সম্ভাবনা রয়েছে।” এছাড়া সংসদের তরফ থেকে জানানো হয়েছে, প্রথমদিকে যেসব বিষয় পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলির খাতা দেখা শেষ হয়েছে। তার নম্বর এবং সেই খাতাগুলি জমাও পড়ে গেছে। তবে গত বছর চিরঞ্জীব বাবুর মন্তব্য ছিল, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই সেমিস্টার এ নেওয়া যায় কিনা তা নিয়ে খতিয়ে দেখবেন তারা। কিন্তু অতিমারীর কথা ভেবে পরীক্ষা দুইটি সেমিস্টার এ পড়া যায় কিনা, তা খতিয়ে দেখার পরিকল্পনা করেছিলাম। কিন্তু যদি কোনো কারণবশত একটি সেমিস্টার না হলে তখন অন্য সেমিস্টার এর ফলাফল দেখে মূল্যায়ন করা যাবে না।” প্রসঙ্গত, এ বিষয়ে সংসদের এক আধিকারিকের বক্তব্য, উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হয় ৬০টি বিষয়ের উপর। দুইটি সিমেস্টারে পরীক্ষার অর্থ, দ্বিগুণ প্রশ্ন-সেট তৈরি করা। আগামী বছরেই এত বেশি প্রশ্নপত্র এবং দু’বারের পরীক্ষার পরিকাঠামো তৈরির সময় বার করাটাও খুব কষ্টসাধ্য।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।