জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মমতার নিশানায় মোদি সরকার

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে ফের টার্গেটে মোদি সরকার। সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সম্প্রতি বুধবার কোভিডের নতুন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।বৈঠকে জ্বালানি থেকে ভ্যাট কমানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে পরবর্তীকালে নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”গতকালের বৈঠকে কোভিড অ্যাজেন্ডা ছিল না। আরও বাড়বে। আসলে দোষ নিজেদের ঘাড় থেকে ঝাড়ার চেষ্টা করছেন। দাম বাড়াবে রাজ্যের পাওনা না দিয়ে। দোষ হলে রাজ্যের দোষ। যখন মানুষ দুর্ভোগে পড়বে, তখন দায় রাজ্যের। রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত। পেট্রল-ডিজেলের দাম কমানো উচিত।” অন্যদিকে  প্রধানমন্ত্রী বলেন, গত নভেম্বর মাসে আন্ত:শুল্ক কমিয়েছিল সরকার। তখনই রাজ্যগুলোকে কর কমানোর জন্য বলা হয়েছিল। কিন্তু, কেন্দ্রের পরামর্শ কিছু রাজ্য শুনলেও অনেক রাজ্যই তা গুরুত্ব দেয়নি। এই কথার রেস টেনেই  পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তেলঙ্গানার নাম উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।