ট্রেনে ফিরল অসংরক্ষিত কোচ

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: রেল যাত্রীদের জন্য সুখবর, ট্রেনে ফিরল অসংরক্ষিত কোচ। দেশে করোনা অতিমারির শুরুতেই বন্ধ হয়েছিল লোকাল,তারপরে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চালু হয়েছিল শ্রমিক স্পেশ্যাল। পরে করোনা কিছু বাগে আসার পর জনসাধারণের জন্য দূরপাল্লার ট্রেন চালু হলেও তুলে দেওয়া হয়েছিল অসংরক্ষিত কামরা। বর্তমানে প্রায় নিয়ন্ত্রনেই রয়েছে দেশের কোভিড পরিস্থিতি। তাই দূরপাল্লার ট্রেনে ফের অসংরক্ষিত কামরা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্বে করোনার জন্য বলা হয়েছিল, অংসরক্ষিত কোচে কোনভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই এই কারনে বন্ধ করা হয়েছিল অসংরক্ষিত কোচ। ধীরে ধীরে সমস্ত ট্রেন চালু করা হলেও অসংরক্ষিত টিকিট না মেলায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল সকলকে। এই সুযোগে নিজেদের যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল টিকিট দালাল চক্রগুলি। অপরদিকে, দীর্ঘদিন দূরপাল্লার ট্রেনগুলিতে অসংরক্ষিত কামরার ব্যবস্থা না থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় রেল। তাই সমস্ত দিক বিবেচনা করে গত সোমবার অসংরক্ষিত কোচ ফেরানোর নির্দেশ দেন রেলওয়ে বোর্ডের ডিরেক্টর বিপুল সিংঘল। যা যাত্রীদের জন্য সুখবরতো বটেই।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।