তাপপ্রবাহ উধাও, তাও স্কুল কেন বন্ধ, শিক্ষামন্ত্রীকে প্রশ্ন অভিনেত্রী সুদীপ্তার

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:দেড় মাসের কাছাকাছি গরমের ছুটি কেন? এই প্রশ্ন নিয়েই এখন তোলপাড় রাজ্য। সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। তারা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে। গরমের ছুটি কমানোর আর্জি জানিয়েছে তারা। বিরোধী দলগুলিও সরকারের বিরুদ্ধে হয়েছে সরব। রাজ্যের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার ব্রাত্য বসুকে ট্যাগ করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ছুড়ে দিলেন বেশ কিছু প্রশ্ন।এখানেই থামেননি সুদীপ্তা। তিনি আরও যোগ করেন, এই হঠাৎ বদলের সঙ্গে যদি বাবা-মায়েরা খাপ খাইয়ে উঠতে না পারে? বাচ্চারা তো নিজে ৫-৬ ঘন্টার অনলাইন ক্লাস নিজে পরিচালনা করতে পারে না। এইসব প্রশ্নের উত্তর চেয়ে তিনি ট্যাগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।তাঁর এই ফেসবুক পোস্টের সঙ্গে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। রাজ্যে বৃষ্টির ফলে এখন দাবদাহের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সব বাচ্চা স্কুলে গিয়ে খেলতে চায়, মজা করতে চায় তাদের কী হবে? দু’বছর তো এ সব পায়নি ওরা। অনেকটাই বঞ্চিত হয়েছে। আবারও এই অফলাইন-অনলাইন খেলা কেন?”সুদীপ্তার সঙ্গে এক মত হয়েছেন কমেন্টকারী অধিকাংশ মানুষই।চিন্তায় ঘুম হচ্ছে না অভিভাবকদের একটা বড় অংশের।এখনও কেন এই রাজ্যে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।