প্রকাশিত উচ্চ মাধ্যমিকের নয়া সূচি 

Spread the love

  সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: চলতি সপ্তাহেই মুখ্যসচিবের সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠকে পরীক্ষা সূচি পরিবর্তন হতে পারে বলে সম্ভাবনার কথা জানানো হয়েছিল আগেই। বিজ্ঞান বিভাগের কয়েকটি বিষয় এবং কলা বিভাগের কয়েকটি বিষয়ের পরীক্ষার সঙ্গে জেইই মেন পরীক্ষার দিন এক হয়ে গিয়েছে। তার জেরে রাজ্যের বহু পরীক্ষার্থী সমস্যায় পড়ত। তাই সেই সমস্ত পড়ুয়াদের কথা মাথায় রেখেই নতুন করে ঘোষণা করা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। উচ্চমাধ্যমিক শেষ হবে ২৬ এপ্রিল।উচ্চমাধ্যমিকের নয়া সূচি অনুযায়ী, ১৬ এপ্রিলের পরীক্ষা হবে ১৩ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা হবে ১৮ এপ্রিল। ১৮ এপ্রিলের পরীক্ষা হবে ২৫ এপ্রিল এবং ২০ এপ্রিলের পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও নয়া সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল। জয়েন্ট মেন পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে এ বারের উচ্চ মাধ্যমিকের চার দিনের পরীক্ষাসূচি পরিবর্তন করতে হল। তবে একাদশ শ্রেণির পরীক্ষা সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।