বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ‘অশনি’, 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: শক্তিশালী ঘূর্ণিঝড় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর দিকে এগোচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি উপকূলবর্তী এলাকা যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে।আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে তীব্র ঘূর্ণিঝড় অশনি। ধেয়ে যাবে ওড়িশা উপকূলের দিকে। বিশাখাপত্তনম থেকে সেটি এখনও ৭৪০ কিমি দূরে রয়েছে। পুরী থেকে ৬৪০ কিমি দূরে রয়েছে। প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাত পর্যন্ত থাকবে। তবে রাতের পর থেকে ওড়িশা উপকূলের দিকে চলে যাবে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে সমুদ্রেই শক্তি হারাতে পারে অশনি। তবে সতর্কবার্তা জারি থাকছেই।পশ্চিমবঙ্গে মত্স্যজীবিদের জন্য আগামী ১০ তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ১১ থেকে ১৩ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে। এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতে কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।