বর্ষবরণে বাংলা 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সময় এসেছে পয়লা বৈশাখের, সময় এখন ১৪২৮-কে বিদায় জানিয়ে নতুন বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪২৯ কে স্বাগত জানানোর। নতুন বছরে  হালখাতা , গঙ্গাস্নান , লক্ষ্মী গণেশ পুজো, নতুন জামার সাথে মিষ্টিমুখ বর্ষবরণে মেতেছে বাংলা। নতুন বছরের শুভ কামনায় ভক্তদের সমাগম তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, বেলুড়মঠে। সকাল থেকেই জনজোয়ার বিভিন্ন স্থানে। এবারে হাসিমুখেই বর্ষবরণে শামিল কলকাতার বই‌পাড়াও। করোনার প্রকোপে দু’বছর সেভাবে লক্ষীলাভ না হলেও এবারে হালখাতার হাল ফিরেছে কলেজ স্ট্রিটে। ডিজিটালাইজেশনের যুগে বেঁচে থাকুক হালখাতা, বন্ধু হোক বাংলা ভাষা, জীবনের ছন্দে থাকুক বাঙালিয়ানা, ফ্যাকাশে দিনগুলো ভুলে  রঙিন ভাবেই শুরু হোক পয়লা বৈশাখ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।