বাড়তে পারে দার্জিলিং চায়ের দাম

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা:চা প্রিয় মানুষের জন্য দুঃসংবাদ। বাড়তে পারে চায়ের দাম। বিগত বছরগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম উৎপাদন হয়েছে দার্জিলিংয়ের চা। একটি রিপোর্ট অনুযায়ী দার্জিলিং চায়ের উৎপাদন ১২মিলিয়ন কেজি থেকে ৬মিলিয়নে নেমেছে। এবং চায়ের বিপুল উৎপাদন কমার পাশাপাশি কমেছে রফতানিও, তথ্য অনুযায়ী জানা যাচ্ছে বিগত বছর এপ্রিল-ফেব্রুয়ারিতে যেখানে চা রফতানির পরিমাণ ছিল ১৮৮.৯১ কেজি মিলিয়ন, সেখানে চলতি অর্থবর্ষের হিসাব অনুয়ায়ী  রফতানির পরিমাণ দাড়িয়েছে ১৮৪.৩৫ কেজি। প্রায় ২.৪% কম হয়েছে চা রফতানির ।এইরূপ পরিস্থিতির কারণ খতিয়ে দেখা হলে জানা যায় এই বছর দার্জিলিংয়ের ঠান্ডা সেভাবে পড়েনি  সে ক্ষেত্রে চা চাষের উপযুক্ত আবহাওয়ার একটু সমস্যা ছিল এবং পর্যাপ্ত মূলধনের অভাবেই জন্যই চায়ের উৎপাদনের অনেক সমস্যা দেখা দিয়েছে। ভারতবর্ষের দার্জিলিং চা বিশ্বশ্রেষ্ঠ সেক্ষেত্রে এইরূপ উৎপাদনে ঘাটতি দেখা দিলে বিশ্বব্যাপী চা প্রেমীদের কাছে যথেষ্ট চিন্তার বিষয়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।