মানবতার জন্য যোগ, ট্যুইট প্রধানমন্ত্রীর

Spread the love

সংবাদ সংস্থা: আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে দিবসটিকে সফল করে তোলার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি টুইটারে আবেদন করেছেন, “আগামীকাল ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস রূপে উদযাপিত হবে। ‘মানবতার জন্য যোগ’ এই ভাবনায় উদ্দীপ্ত হয়ে আসুন, এবারের যোগ দিবসকে সাফল্যমন্ডিত করে তুলি আর যোগাভ্যাসকে আরো জনপ্রিয় করে তুলি।” প্রসঙ্গত, ২১ জুন বিশ্ব যোগ দিবস। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।