যাত্রীদের জন্য বিশেষ নবরাত্রি থালি রেলের

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:চৈত্র নবরাত্রি উপলক্ষে ব্রত রাখেন অসংখ্য মানুষ। সেই ব্রত পালনের সময়ে তাঁদের অনেকেই ট্রেনে সফর করেন এবং ব্রত সাঙ্গ হলে উপবাস ভাঙেন ট্রেনেই। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে সফরকালে ব্রত উপলক্ষে উপবাস পালন করছেন, এমন যাত্রীদের জন্য ২ এপ্রিল থেকে বিশেষ নবরাত্রি থালি চালু করছে আইআরসিটিসি।পুণ্যার্থীদের ব্রত পালনে, বিশেষ করে ব্রত উদ্‌যাপনে সঙ্গী হতে চাইছে রেল, আরও নির্দিষ্ট করে বললে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি)।রেল সূত্রের খবর রাজধানী, দুরন্ত, শতাব্দী-সহ সারা দেশে প্রায় ৫০০ এক্সপ্রেস ট্রেনে এই সুবিধা পাওয়া যাবে।রেলকর্তারা জানান, আজ, সোমবার আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিটের সঙ্গে ওই থালির বুকিং শুরু হচ্ছে। যে-সব যাত্রী আগে বুক করতে পারবেন না, তাঁরাও ই-কেটারিং ব্যবস্থায় ওই বিশেষ থালির বরাত দিতে পারবেন। আইআরসিটিসি সূত্রের খবর, ওই থালিতে পেয়াঁজ, রসুন বর্জন করা হবে। রান্নায় সাধারণ নুনের বদলে ব্যবহার করা হবে বিট নুন।ওই থালিতে থাকবে লস্যি, ফলের রস, পুরি, তরকারি, ক্ষীর, ছানার মিষ্টি, শুকনো ফল এবং চা। বিশেষ নবরাত্রি থালির দাম হবে ১২৫ থেকে ২০০ টাকা। রেল সূত্রের খবর, অতিমারিতে ট্রেনে প্রায় দু’বছর রান্না করা খাবার দেওয়া বন্ধ ছিল। এই অবস্থায় কেটারিং ব্যবস্থাকে চাঙ্গা করতে বিভিন্ন অভিনব উদ্যোগ চলছে বলে রেলের দাবি। নবরাত্রি পালন করা যাত্রীরা অতীতে ট্রেন সফরে খাবার নিয়ে সমস্যায় পড়তেন। বছরে চার বার নবরাত্রি পালন করা হয়। তার মধ্যে শারদীয়া নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ।বিশেষত উত্তর ভারতে অনেকেই নবরাত্রি উপলক্ষে ব্রত পালন করেন। যাত্রীদের সেই চাহিদা মেটাতেই আইআরসিটিসি-র এই উদ্যোগ। কিন্তু রেলে এর আগে কখনওই এ ভাবে বিশেষ ব্রতের কথা ভেবে আলাদা থালির আয়োজন আগে হয়নি বলে জানাচ্ছেন রেলকর্তারা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।