সৌম্যজিৎ চক্রবর্তী: বেশ কিছুদিন আগে থেকেই চলে ধোয়া-মোছা, রঙের পোঁচ| চরকায় তেল দেওয়ার কাজও সম্পূর্ণ| এবার শুধু গড়ানোর অপেক্ষা| রথযাত্রায় বিকেলের মাহেন্দ্রক্ষণে রশিতে টান পড়ে মৌড়ির ৩০০ বছরেরও বেশি প্রাচীন রথে| মহীয়াড়ির তৎকালীন জমিদার রমাকান্ত কুন্ডুচৌধুরীর বংশধররা একসময়ে পারিবারিক যে রথযাত্রার প্রচলন করেছিলেন আজ তা সর্বজনীন| মেলা চলে সপ্তাহব্যাপী| […]
হাওড়ার ‘আলা’র হাত ধরেই শিল্পে বিপ্লব প্রাচ্যের শেফিল্ডে
সংবাদ সংস্থা: সোনার চামচ মুখে নিয়ে তিনি জন্মাননি | তাঁর জন্ম ১৮৯৫ সালে হাওড়ার বর্তমান উদয়নারায়নপুরের অন্তর্গত খিলার বড়ুইপুরে এক নিম্নবিত্ত পরিবারে | পিতা ছিলেন গোপীমোহন দাশ | মাতা বিরাজময়ী দেবী।অভাবের সংসার | পরিবারের সকলের দুবেলা দুমুঠো ভাত জোগাড় হওয়াই দুস্কর | ছোটবেলায় গুরুতর অসুস্থ হলে তাঁকে গ্রামীন কবিরাজের কাছে […]
রামনবমীতে রামরাজাতলায় শুরু দেশের দীর্ঘতম দিনের মেলা
প্রতিবেদন- সৌম্যজিৎ চক্রবর্তী; ছবি- সৌম্যদ্বীপ দাস: আজ রামনবমী। আর প্রাচীনকাল থেকে এই দিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হাওড়ার রামরাজাতলার নাম। শতাব্দীর পর শতাব্দী ধরে রামনবমী তিথিতে এখানে রাম পুজো হয়ে আসছে প্রাচীনকাল থেকে। জানা যায়, প্রাচীন এই পুজো প্রথমে ছিল তিনদিনের, তারপর তা বেড়ে হয় ১৫ দিনের, ক্রমে পরে তা আরও […]