নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি FOTOWALKERS ক্লাবের উদ্যোগে হয়ে গেল ভার্চুয়াল ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭৭টি ছবি অংশগ্রহণ করে। তার থেকে ৪টি ছবি পুরষ্কৃত হয়। প্রথম স্থানাধিকারী সুব্রত দাস। যুগ্ম ভাবে দ্বিতীয় হয় শুভঙ্কর রায় ও সজীব চৌধুরীর ছবি। তৃতীয় হয় সজীব চৌধুরীর আরেকটি ছবি। চারজনের জাজেস প্যানেলে ছিলেন সোসাইটি অব ফটোগ্রাফার, হাওড়ার […]