কলকাতা প্রেস ক্লাবে ডাটা জার্নালিজমের প্রশিক্ষণ দিল গুগল নিউজ, ডাটা লিডস

Spread the love

সংবাদ সংস্থা: কোনও সংবাদ আরও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজন অনেক তথ্যের। কিন্তু পাঠক বা দর্শকের কাছে কীভাবে সহজে পেশ করা যায় সেইসব তথ্যের সঙ্কলন? এই নিয়ে শনিবার প্রেস ক্লাব, কলকাতায় গুগল নিউজ ইনিশিয়েটিভ এবং ডেটা লিডস আয়োজন করল “ডেটা ডায়ালগ” শীর্ষক এক শিক্ষাশিবিরের। অনুষ্ঠানের শুরুতে ডেটা লিডস এর তরফে পারুল গোস্বামী এই শিক্ষাশিবির আয়োজনের তাত্‍পর্য ব্যাখ্যা করেন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চের তরফে সাংবাদিকতার অধ্যাপক ডঃ উমাশঙ্কর পাণ্ডেও আলোচনা করেন এই প্রশিক্ষণ কর্মশালায়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের অধ্যাপক ঘাজালা ইয়াসমিন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান, ডাটা সাংবাদিকতার বিষয়সমূহ। ‘ডেটা লিডস’-এর প্রশিক্ষক তথা ডেটা জার্নালিস্ট অনুষ্কা ডালমিয়া বোঝানোর চেষ্টা করেন বিভিন্ন তথ্য নিয়ে তার ব্যবচ্ছেদ ও সঙ্কলন কীভাবে করা যায়। তিনি ‘ডেটা ক্লিনিং এবং ‘ডেটা ভেরিফিকেশন’-এর কার্যকারিতা নিয়েও প্রশিক্ষণ দেন। শিক্ষাশিবিরে শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিকতার পড়ুয়া। ছিলেন সাংবাদিকরাও। এমনকি সাংবাদিকতার প্রশিক্ষকরাও। তথ্য ও চিত্র: সংগৃহীত
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।