রূপ গোস্বামী: বিগত এক সপ্তাহ ধরে পালিত হয়ে গেল ‘Bone & Joint Week’ । তারই অংশ হিসেবে Indian Orthopedic Association, West Bengal Orthopedic Association ও Howrah Orthopedic Society -র উদ্যোগে 7 আগস্ট মধ্য হাওড়ার পিপলস নার্সিংহোম থেকে বিরল সেবাসদন পর্যন্ত এক পদযাত্রা হয়ে গেল। পদযাত্রার মূলমন্ত্র ছিল “Each One, Save One (প্রত্যেক মানুষ যেন প্রত্যেক মানুষকে বাঁচাতে পারে)”। প্রধানত জনসাধারণকে পথদুর্ঘটনা সম্বন্ধে সতর্ক করার উদ্দেশ্যেই এই কর্মসূচি। এবারের মূল বিষয় হল দুর্ঘটনাগ্রস্ত কোনো মুমূর্ষু ব্যক্তিকে কীভাবে দ্রুত কাছাকাছি কোনও চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব। পদযাত্রায় উপস্থিত ছিলেন West Bengal Orthopedic Association এর সভাপতি ডাঃ চন্দন পাঠক, সম্পাদক ডাঃ রাজীব রমন এবং Howrah Orthopedic Club এর সভাপতি ডাঃ জগন্নাথ ভট্টাচাৰ্য, সম্পাদক ডাঃ শুভ্র চ্যাটার্জী ও সহ-সম্পাদক ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও কলকাতার অনেক খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আকাশে বেলুন উড়িয়ে এই পদযাত্রার সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল অর্থপেডিক অ্যাসোসিয়েশন সভাপতি ডঃ চন্দন পাঠক।
রূপ গোস্বামী: বিগত এক সপ্তাহ ধরে পালিত হয়ে গেল ‘Bone & Joint Week’ । তারই অংশ হিসেবে Indian Orthopedic Association, West Bengal Orthopedic Association ও Howrah Orthopedic Society -র উদ্যোগে 7 আগস্ট মধ্য হাওড়ার পিপলস নার্সিংহোম থেকে বিরল সেবাসদন পর্যন্ত এক পদযাত্রা হয়ে গেল। পদযাত্রার মূলমন্ত্র ছিল “Each One, Save One (প্রত্যেক মানুষ যেন প্রত্যেক মানুষকে বাঁচাতে পারে)”। প্রধানত জনসাধারণকে পথদুর্ঘটনা সম্বন্ধে সতর্ক করার উদ্দেশ্যেই এই কর্মসূচি। এবারের মূল বিষয় হল দুর্ঘটনাগ্রস্ত কোনো মুমূর্ষু ব্যক্তিকে কীভাবে দ্রুত কাছাকাছি কোনও চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব। পদযাত্রায় উপস্থিত ছিলেন West Bengal Orthopedic Association এর সভাপতি ডাঃ চন্দন পাঠক, সম্পাদক ডাঃ রাজীব রমন এবং Howrah Orthopedic Club এর সভাপতি ডাঃ জগন্নাথ ভট্টাচাৰ্য, সম্পাদক ডাঃ শুভ্র চ্যাটার্জী ও সহ-সম্পাদক ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও কলকাতার অনেক খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আকাশে বেলুন উড়িয়ে এই পদযাত্রার সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল অর্থপেডিক অ্যাসোসিয়েশন সভাপতি ডঃ চন্দন পাঠক।