নতুন হৃদয় নিয়ে হাওড়া থেকে হুগলি ফিরলেন নৌশাদ 

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়েছিল আগেই। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বছর ২৩ এর শেখ নৌশাদ। হুগলির ধনেখালির বাসিন্দা নৌশাদের শারীরিক অবস্থার ক্রমাবনতি হওয়ায় ও হৃদযন্ত্র প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছিল। অস্ত্রোপচারের গুরুত্ব বিচার করে গ্রিন করিডর দিয়ে কলকাতার পিজি (এসএসকেএম/ আইপিজিএমইআর) হাসপাতাল থেকে হৃদযন্ত্র এসে পৌঁছয় হাওড়ার নারায়না সুপারস্পেশালিটি হাসপাতালে। ৪ জুন ডাঃ দেবাশিস দাসের নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে অস্ত্রোপচার করে প্রতিস্থাপন করেন হৃদযন্ত্র। পিজি হাসপাতালে ৩৪ বছর বয়সী এক মহিলার ব্রেন ডেথ হওয়ায় তাঁর হৃদযন্ত্রই প্রতিস্থাপন করা হয় নৌশাসের দেহে। সুস্থ হতেই আজ ছুটি মিললো তাঁর। উল্লেখ্য, এই নিয়ে পঞ্চমবার এই ধরনের অস্ত্রোপচার ও হৃদযন্ত্র প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হলো হাওড়ার নারায়না সুপারস্পেশালিটি হাসপাতালে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।