ইউরোপের মিউজিক ফেস্টিভ্যালে প্রাচীন আমেরিকান ঘরানার সঙ্গীত শোনাবেন দুই বঙ্গ তনয়

Spread the love

সৌম্যদ্বীপ দাস: প্রথম ভারতীয় হিসাবে ইউরোপের বৃহত্তম ব্লুগ্রাস মিউজিক ফেস্টিভ্যাল “ব্লু গ্রাস ইন লা রোচেতে” অংশগ্রহণ করতে চলেছে বাংলার দুই যুবক। ব্লুগ্রাস হল একটি আমেরিকান ঘরানার সঙ্গীত, যা ইউরোপীয় প্রভাবে ভরা। অ্যাপালাচিয়ান পর্বত অঞ্চল থেকে মোটামুটিভাবে ১৯৪০-এর দশকে ‘বিল মনরো এবং ব্লুগ্রাস বয়েজ’ দ্বারা শুরু হয়েছিল। তারপর থেকে প্রায় ৮০ বছর ধরে এই সঙ্গীতের মনোমুগ্ধকর ও স্বাগত জানানোর প্রকৃতি অনেক দেশ এবং মহাদেশে সেই সংস্কৃতির শিকড়কে অঙ্কুরিত করেছে। যার সাথে ব্লুগ্রাস সঙ্গীতের খুব কমই কোনো যোগসূত্র রয়েছে। এই গানের উৎসবটি প্রতি বছর আগস্ট মাসে হয়।যা এই বছর সুইজারল্যান্ড ও ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে ২রা আগস্ট থেকে। এই বছর ১১টি দেশের মোট ২৩টি ব্যান্ড অংশগ্রহণ করতে চলেছে। যার মধ্যে ভারত থেকে অংশ নিচ্ছে বিরাটির দুই যুবক সৌভিক হাজরা ও শুভঙ্কর ধরের তৈরি ডুও ব্যান্ড গ্র্যাসি স্ট্রিং। এ বিষয়ে ব্যান্ডের অন্যতম সদস্য সৌভিক জানান,“ইউরোপের বৃহত্তম ব্লুগ্রাস উৎসবে পারফর্ম করার জন্য এমন একটি আমন্ত্রণ পাওয়া খুবই সম্মানের। লা রোচে ব্লুগ্রাসে ভারতের প্রতিনিধিত্ব করার বিষয়ে আমরা খুবই উচ্ছসিত। আমাদের এই সফরে পারফর্ম করা ছাড়াও ব্লুগ্রাস সম্পর্কে আরও অনেক কিছু শেখার অপেক্ষায় রয়েছি।”
Spread the love

3 Replies to “ইউরোপের মিউজিক ফেস্টিভ্যালে প্রাচীন আমেরিকান ঘরানার সঙ্গীত শোনাবেন দুই বঙ্গ তনয়”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।