হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে পরিবেশ দিবস পালন

Spread the love

নিজস্ব প্রতিবেদন: ৫ জুন হাওড়ার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো।   হাওড়ার এসডিও, শ্রী তরুণ ভট্টাচার্য প্রধান অতিথি এবং হাওড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট, শ্রী তাপস কুমার ভট্টাচার্য, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন৷ এছাড়াও বি এস আই এর ডিরেক্টর, বোটানিক্যাল গার্ডেন, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম এবং সেন্ট্রাল বোটানিক্যাল ল্যাবরেটরির অনেক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল গণ্যমান্য ব্যক্তিরা তাদের বিশেষ মতামত প্রকাশ করেন এবং এই পৃথিবীতে সকল প্রকার প্রাণী, উদ্ভিদ ও জীবিত বস্তুর জীবনধারণের জন্য একটি স্বাস্থ্যকর এবং উন্নত পরিবেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ড: এ. এ. মাও, পরিচালক বিএসআই, মানবজাতি এবং প্রকৃতির জন্য বাগানের ভূমিকার কথা বলেন। কর্মসূচি চলাকালে গণ র‌্যালি, চারাগাছ রোপণ ও বিতরণ, ‘বসে আঁকো’ প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 258টি স্কুলের ছেলেমেয়ে ‘বসে আঁকো’ প্রতিযোগিতায় এবং 40 জন প্রতিযোগী এই উপলক্ষে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। BSI ENVIS -এর পক্ষ থেকে “A Pictorial Handbook on plants of Charka Udyan, AJC Bose Indian Botanic Garden, Howrah” শীর্ষক একটি বই আজ প্রকাশ করা হয় যেটি লিখেছেন ড: বসন্ত কে. সিং, শ্রীমতী নীতা সরকার এবং ড: সি এম সাবাপথি। এই বইটিতে বোটানিক গার্ডেনের চরক উদ্যানে বেড়ে ওঠা 162টি ঔষধি গুরুত্বপূর্ণ উদ্ভিদের সচিত্র ট্যাক্সোনমিক তথ্য রয়েছে। এই শুভ দিনে একটি নতুন হিবিস্কাস বিভাগ (জবা ফুল উদ্যান) উদ্বোধন করেন বিএসআই এর ডিরেক্টর ড: এ.এ. মাও, হাওড়ার SDO এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট। এছাড়াও সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এই নতুন স্থাপিত বিভাগে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন যেখানে বর্তমানে 100 টিরও বেশি জবার প্রজাতি রয়েছে৷ হাওড়ার গর্ব এই বোটানিক্যাল গার্ডেন উদ্ভিদের নিয়মিত পরিচিতি এবং সংরক্ষণের মাধ্যমে পরিবেশকে আরও ভাল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বছরও বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের ব্যাপক রোপণে বাগানটি সমৃদ্ধ হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ চিত্রাঙ্কনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটির সমাপ্তি হয়। ড: প্রতিভা গুপ্তা, ড: কে কার্থীগেয়ন, ড: এস এস দাশ, ড: সি মুরুগান, ড: জে জয়ন্তী, ড: জীবন সিং জালাল, ড: ডি কে আগ্রাওয়ালা, ড: বিনয় রঞ্জন, ড: দেবেন্দ্র সিং (গার্ডেন আধিকারিক), ড: কুমার অবিনাশ ভারতী, ড: এস পি পান্ডা, ড: অভিষেক ভট্টাচার্য এবং আরও অনেক সিনিয়র বিজ্ঞানী এবং আধিকারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।