আগামীকাল রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মমতা

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: রামপুরহাট কাণ্ডের দোষীদের কাউকে রেয়াত করা হবে না। সবাইকে শাস্তি দেওয়া হবে। বুধবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এও জানালেন, আগামিকাল, বৃহস্পতিবার বগটুই গ্রামে যাবেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, বুধবারই তিনি সেখানে যেতেন, কিন্তু এইদিন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যাওয়ায় তিনি বুধবার যাবেন না। সরাসরি বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, “সরকার কখনও চায় না রক্ত ঝরুক। কখনও চাই না কেউ খুন হোক। যারা সরকারে থাকে না তারা চক্রান্ত করে যাতে সরকারের বদনাম হয়। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড়া পাবে না।”মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের নিশানা করেন। বলেন, “কেউ কেউ ওখানে ল্যাংচামহলের ল্যাংচা খেয়ে লেংচে লেংচে পৌঁছে গেছেন। তার পর আসানসোল হয়ে রামপুরহাটে যাবে। এর পর গেলে রাত হয়ে যাবে, তাই আর গেলাম না। তাই বলে রাখলাম কেউ পার পাবে না। রামপুরহাটের ঘটনা নিয়ে অ্যাকশন হবে।” নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করেন তিনি। সরাসরি তোপ দেগে বলেন, “এখানে বসে রয়েছেন একজন লাটসাহেব। কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা। প্রতিদিন সরকারকে গালাগাল দিচ্ছে।” উল্লেখ্য, রামপুরহাটে উপপ্রধান খুন ও একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় টুইট করে রাজ্য সরকারেক নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।