আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বার্তা

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ইউনেস্কোর তরফে জানা গিয়েছে, ১৯০৯ সালে ২৮ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে একই কারণে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হয়। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তারপর থেকে সেটিই হয়ে আসছে।আজ অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গের বৈষম্যতাকে দূরে রেখে কাজের ক্ষেত্রে সমান অধিকারী ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়া যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে নিহিত নারীদের জন্যই আজ নারী দিবস উদযাপন করা হয়। সকল নারীদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, “বিশ্বের সকল মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনারা আমাদের গর্বিত করেছেন। আপনাদের অবদান ছাড়া সমাজে অগ্রগতি অসম্ভব হত। এর পাশাপাশি তিনি আরও জানান, আমাদের রাজ্যের নারীর ক্ষমতায়ন ও মহিলারা যাতে তাদের অবদান সমাজে রাখতে পারে তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।”


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।