ইউক্রেনে রাশিয়ার হামলায় মৃত ভারতীয় পড়ুয়া

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: রাশিয়ারা আক্রমণে ক্লান্ত ইউক্রেনবাসী। ইতিমধ্যে ইউক্রেনের খারকিভ শহরে লাগাতর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।যথেষ্ট চিন্তায় দিন কাটছে ইউক্রেনবাসীদের। প্রাণ বাঁচাতে ছুটে বেড়াতে হচ্ছে এদিক-ওদিকে। এদিন রাশিয়ার বোমা হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তুমুল হামলা চালায় রুশ সেনা। ব্যাপক গোলাবর্ষণ করা হয়। সেই গোলাবর্ষণের ফলেই মৃত্যু হয় ওই ভারতীয় পড়ুয়ার। এদিন টুইটে এই দুঃসংবাদ জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।  নিহত পড়ুয়ার নাম শেখারাপ্পা জ্ঞানগউদার নবীন। তিনি কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। প্রসঙ্গত,ইউক্রেনে পড়তে গিয়ে আচমকাই বিপদের মুখে পড়েছেন ভারতীয় হাজার-হাজার পড়ুয়া।ভারতীয় দূতাবাস কার্যত শুধুমাত্র দেশের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েই প্রথমে দায় সেরেছিল। কিন্তু অনেক পড়ুয়াই দেশে ফেরার জন্য বিমানের টিকিট সংগ্রহ করতে পারেননি। বার বার সাহায্য চেয়ে কিয়েভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে আকুল আর্তি জানিয়ে চলেছে আটকে পড়া পড়ুয়ারা। এখনও পর্যন্ত মাত্র হাজার দেড়েক পড়ুয়াকে ফেরানো হয়েছে। এখনও ১৮ হাজারের বেশি পড়ুয়া আটকে রয়েছেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।