করোনাবিধি নিয়ে প্রশ্ন আর ধোঁয়াশার মধ্যেই সোমবার শুরু মাধ্যমিক

Spread the love

  নিজস্ব প্রতিবেদন : অফলাইনেই হবে এবছরের মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে-সব নিয়ম সাধারণ ভাবে প্রযোজ্য হয়, সেগুলি এ বার কার্যত একই আছে বলে জানাচ্ছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। কোনও পরীক্ষার্থীর বা তার পরিবারের কারও যদি করোনা হয়, সে কী ভাবে মাধ্যমিক দেবে? জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিনে ছাত্র বা ছাত্রীর সঙ্গে এক জন অভিভাবককে পরীক্ষা কেন্দ্রে ঢোকার যে-অনুমতি বহু দিন দেওয়া হয়ে আসছে, সেটা কি এ বারেও দেওয়া হবে? দিলে করোনাকালের ভিড় না-করার নিয়মবিধি মানা যাবে কী করে? সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এই সব প্রশ্নকে ঘিরে ধোঁয়াশা। যদিও পরীক্ষার্থীদের জন্য সাধারণভাবে যে সমস্ত নিয়ম প্রযোজ্য থাকে, তা এবারও থাকছে। ২০২০ সালে করোনা সংক্রমণ হু হু করে বাড়ার আগেই মাধ্যমিক শেষ হয়েছিল। তবে করোনার জেরে ২০২১ সালে মাধ্যমিক নেওয়া যায়নি। ফলে এবারই করোনা আবহে অফলাইনে হচ্ছে পরীক্ষা। ১১ লক্ষের বেশি ছাত্রছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে। শিক্ষা শিবির জানিয়েছে, বিগত বছরগুলির মতো এবারও পরীক্ষা কেন্দ্রে একটি বেঞ্চে দু’‌জন বসতে পারবে। মোবাইল, ঘড়ি নিষিদ্ধ। পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবে ক্লিপ বোর্ড। অবশ্যই রাখতে হবে স্যানিটাইজার। তবে কোনও পরীক্ষার্থীর পরিবারের কেউ করোনা পজিটিভ হলে সে পরীক্ষা দিতে পারবে কিনা, সে বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশাবলীতে কিছু বলা হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে বরাবরের মতো চিকেন পক্স বা ছোঁয়াচে রোগ হলে আলাদা ঘরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আগের মতোই থাকছে। বিগত বছরের মতো পরীক্ষার্থী পিছু একজন অভিভাবক স্কুলে ঢুকতে এবারও পারবেন। তবে এই ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। এই আবহেই সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। ইতিমধ্যেই পরীক্ষার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।