‘নারীরা-ই পারে’, একরত্তিকে নিয়ে মাঠে হাজির পাকিস্তানি অধিনায়ক

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: ‘যে রাঁধে সে চুলও বাঁধে ‘ এই কথা বাস্তবে দেখিয়ে দিলেন পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক বিসমাহ মারুফ। কন্যা সন্তানের জম্মের ছয় মাস পরেই খেলার মাঠে নেমে অর্ধ শতরান করলেন মা – ক্রিকেটার।  গায়ে দেশের জার্সি এবং কোলে সন্তানের ভঙ্গিমায় দাড়িয়ে থাকা ছবি  মুহূর্ত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিসমাহ এর এই অর্ধ শতরান তিনি তার কন্যা সন্তান ফাতিমাকে উৎসর্গ করলেন। আজ নারী দিবসের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২২ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। তবে এতে লাভ হল না। কারণ বাকিদের ব্যর্থতার জন্য সাত উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। মাঠে ম্যাচ হেরে গেলেও বিসমাহ আজ বিশ্বের সমস্ত মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। তিনি সমাজকে দেখিয়ে দিলেন সংসার – সন্তান সামলেও মাঠে নামা যায়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।