পুরভোটে সবুজের মাঝেও ফুটলো লাল, ফিকে গেরুয়া, ‘হাত’ ছাড়া অধীর গড়

Spread the love

  নিজস্ব প্রতিবেদন; পশ্চিমবঙ্গের ১০৮টি পুরসভার ভোটের ফলাফল বেরিয়েছে বুধবার। ভোটের ফলের নিরিখে দেখা গেছে যে রাজ্যজুড়ে একপ্রকার সবুজ ঝড় বয়ে গেছে। শেষ কিছু বছরে উল্কার গতিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। কিন্তু এবার ফিকে হল গেরুয়া শিবির। বরং ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকে বিভিন্ন নির্বাচনে চিত্র বদলেছে। ধীরে ধীরে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করেছে বামেরা। আর তৃণমূলের এই বিপুল জয়ের মধ্যেই বামেদের অস্তিত্ব টিকে রইল নদিয়ার তাহেরপুরে। গত বিধানসভা ভোটে একটিও আসন না পাওয়া সিপিএম এই পুরসভার ক্ষমতা ধরে রাখল। গত বিধানসভা ভোটে সারা রাজ্যে একটিও আসন পায়নি সিপিএম। মুষড়ে পড়েছিলেন দলের সমর্থকেরা। কিন্তু বছর ঘোরার আগেই পুরসভার ভোটে তাহেরপুর তাঁদের খানিকটা অক্সিজেন দিল বৈকি! বস্তুত, ১০৮ পুরসভার ভোটে এই একটি মাত্র পুরসভাতেই নিজেদের অস্তিত্ব বজায় রাখল বামেরা। নদিয়ার তাহেরপুর পুরসভার মোট ১৩টি ওয়ার্ড আছে। তার মধ্যে ৮টিতে জয় পেয়েছে সিপিএম। বাকি ৫টিতে জয়ী হয়েছে শাসক তৃণমূল। উল্লেখ্য, গত পুরভোটেও এই পুরসভা বামেদের দখলে ছিল। সেবার ৭টি আসন পেয়েছিল বামেরা। তৃণমূল পেয়েছিল ৬টি আসন। সেদিক দিয়ে দেখতে গেলে সিপিএমের একটি আসন বেড়েছে তাহেরপুরে। তৃণমূলের কমেছে একটি আসন। ঘটনাচক্রে, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তাহেরপুরের একটি ওয়ার্ডেও এগিয়ে ছিল না সিপিএম তথা বামেরা। সেদিক দিয়েও পুরভোটের ‘কৃতিত্ব’ ফেলে দেওয়ার মতো নয়। বরাবর বামেদের ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিতি তাহেরপুরে ছবিটা বদলায় ২০১৯ সালের লোকসভা ভোটে। সেবার পুরসভার অন্তর্গত ১২টি ওয়ার্ডেই এগিয়ে গিয়েছিল বিজেপি। ভোট শতাংশের বিচারে দুইয়ে ছিল তৃণমূল, বামেরা ছিল তৃতীয় স্থানে। আবার ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি-কে পিছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল। ১২টি ওয়ার্ডেই এগিয়ে ছিল তারা। বাকি একটি ওয়ার্ডে প্রথম স্থানে ছিল বিজেপি। তবে পুরভোটে ‘কামব্যাক’ করেছে বামেরা। এদিকে আবার পুরসভায় গেরুয়া শিবিরের মান রক্ষা করলেন অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। নিজের বিধানসভারই ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটেই জয়ী হয়েছেন তিনি। তবে ঘাসফুলের ধাক্কায় কংগ্রেসের হাতছাড়া হল অধীররঞ্জন চৌধুরীর গড়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।