রামকৃষ্ণ জন্মোৎসবে ভক্তদের জনস্রোত বেলুড় মঠ ও কামারপুকুরে

Spread the love

শ্রেয়া ঘোষ: বিগত দু’বছর পর , করোনা বিধি মেনেই  শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে খুলে গেল বেলুড় মঠ এবং কামারপুকুর এর দ্বার।
আজ সকাল থেকেই জনজোয়ার দেখা দিয়েছে বেলুড়মঠে । ভোর সাড়ে ৪টে মঙ্গল আরতির মাধ্যমে সূচনা হয় জন্মতিথি উৎসবের। তারপরেই শুরু বিবিধ অনুষ্ঠান এবং পূজা আরাধনা। সকাল সাড়ে ৬ টা থেকে ভক্তদের জন্য দ্বার খোলা বেলুড়মঠে।  অনলাইন পোর্টালের ব্যবস্থা রয়েছে পূজা আরাধনা দেখার। এর পাশাপাশি হুগলি র কামারপুকুরে অর্থাৎ রামকৃষ্ণ দেবের জন্মস্থানে  শুরু হয়ে গেছে আজকের পূজা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দূরদূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন তো চলছেই ক্রমাগত। দু’বছর পর ভগবানের দুয়ারে আসতে পেরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এরসাথে রয়েছে ভোগ বিতরণী অনুষ্ঠান। কামারপুকুরের ভোগ বলতেই উল্লেখযোগ্য জনপ্রিয় সাদা বোঁদে তো আছেই। সবকিছু মিলিয়ে কোভিড  সুরক্ষা বিধি মেনেই বেলুড় মঠ, কামারপুকুর ছাড়া বিভিন্ন জায়গায় জমে উঠেছে শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম জন্মবার্ষিকী উৎসব।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।