লোকাল ট্রেনের গতি বাড়বে শিয়ালদা শাখায়

Spread the love

লোকাল ট্রেনের গতি বাড়বে শিয়ালদা শাখায় নিজস্ব প্রতিবেদন: শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। এর ফলে আগের তুলনায় কম সময়ে দূরপাল্লার স্টেশনে পৌঁছে যাওয়া সম্ভব হবে। একে একে শিয়ালদার অন্য শাখাগুলিতেও ট্রেন গতি আরও বাড়ানো হবে।রেল সূত্রে খবর, সম্প্রতি রেলের তরফে লাইনের পাত ও স্লিপারের বদল ঘটানো হয়েছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনের মধ্যে ট্রেনের গতি বাড়ানো হবে। লাইনের ক্ষমতা বাড়িয়ে ঘণ্টায় ট্রেনের গতি ৯০ থেকে ৯৫ কিলোমিটার করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই এই গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একে একে সমস্ত রুটেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে। দ্রুত সমস্ত লাইনের ক্ষমতা বাড়িয়ে যাত্রা পথ সুগম ও কম সময়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলকর্তারা। এর ফলে ট্রেনের সময় সূচির মধ্যে পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন রেলের কর্তারা। ভারতীয় রেল যে প্রযুক্তির ব্যবহার শিয়ালদা ডিভিশনে করবেন তার নাম দেওয়া হয়েছে, ‘ইন্টার সেকশন স্পিড’ অর্থাত্‍ এক স্টেশন থেকে অন্য স্টেশনের মধ্যে গতি বাড়ানো হবে। এখন যে কোনও লোকাল ট্রেনে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা ৯০ থেকে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা করা হবে। গতি বাড়ানোর আগে লাইনের পাত ও স্লিপারের বদল ঘটানো হয়েছে একাধিক জায়গায়। লাইনের বাঁক ৮.৫ ডিগ্রি থেকে বাড়িয়ে ১২ ডিগ্রি করা হয়েছে অনেক জায়গায়। এই অংশগুলির জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র নেওয়া হবে। অনুমোদন পেলেই গতি বাড়ার ক্ষেত্রে তা অধিক কার্যকর হবে।শুধুই লোকাল ট্রেনের ক্ষেত্রে নয়, মালগাড়ির ক্ষেত্রেও একই পরিষেবা ব্যবহার করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।