সমন জারি হল সলমন খানের বিরুদ্ধে

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : সাংবাদিক নিগ্রহের জেরে আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন পাঠানো হল সলমন খানকে। ২০১৯ সালের এই ঘটনা। এএনআই সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৫০৪ এবং ৫০৬ ধারার মামলায় সমন জারি হয়েছে। সাংবাদিক অশোক পাণ্ডে এই অভিযোগ দায় করেন। তিনি জানান, ২০১৯ সালে ২৪ এপ্রিল তিনি এবং তাঁর ক্যামেরাম্যান গাড়িতে ছিলেন। ওই সময়ই সলমন খান সাইকেল চালাচ্ছিলেন। সাংবাদিকের দাবি, অভিনেতার দেহরক্ষীদের থেকে অনুমতি নিয়েই তিনি অভিনেতার ছবি এবং ভিডিও করছিলেন। কিন্তু পরমুহূর্তেই সলমন খানের ইশারায় দেহরক্ষীরা তার কাছে যায় এবং ধাক্কা মারেন। তর্কবিতর্ক চালু হওয়াতেই অভিনেতা সাইকেল নিয়েই আসেন। এবং তাঁর হাত থেকে ফোনটি কেড়ে নেন, যা দিয়ে তিনি ছবি তুলছিলেন। সাংবাদিকরা নিজেদের সংবাদিক হিসাবে পরিচয় দেওয়াতে অভিনেতা সালমান খান বলেন, ‘ তাতে আমার কিছু এসে যায় না ‘। এরপর সাংবাদিক ১০০ নম্বরে ফোন লাগানোর কথা তোলায় তার ফোন তাকে ফেরত দিয়ে দেওয়া হয়, এমনটাই জানিয়েছেন তিনি। সাংবাদিক অশোক পাণ্ডে আরো জানিয়েছেন, প্রথমে তিনি পুলিশের কাছে অভিযোগ জানায়। কিন্তু এই ঘটনায় কোনো অপরাধ নেই বলে পুলিশ জানায় তাকে এবং অভিযোগ খারিজ করেন। এই কারণেই তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।