
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: এইবারে রাজ সিং চৌধুরী পরিচালিত ‘থর’ ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে বাবা অনিল কাপুর ও তার ছেলে হর্ষবর্ধনকে।আগামী ৬ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। সোমবার সেই ছবির ট্রেলার মুক্তি করা হল। ট্রেলারের শুরুতেই মরুভূমিতে নৃশংস খুনের তদন্ত হচ্ছে দেখা যায় এবং কয়েক মুহূর্ত পর হর্ষবর্ধনকে দেখা যায় ট্রেলারে। ইতিমধ্যেই দর্শকমহলে শোরগোল পড়ে গেছে ট্রেলার দেখার পর।একাধিক নেটিজেনের কমেন্টে উপচে পড়ছে প্রশংসা। রাজস্থানের এক অ্যান্টিক ডিলারের চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। আর স্থানীয় পুলিশ অফিসারের রোলে দেখা যাবে অনিল কাপুরকে।অনিল কপূরের সঙ্গে সতীশ কৌশিককে পুলিশের চরিত্রে দেখা যাবে।ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে ফতিমা সানা শেখকেও।