স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:হাঁসখালির নাবালিকা অন্তঃসত্ত্বা ছিল না, এমনটাই জানালেন নির্যাতিতার মা। তিনি স্পষ্টই জানান, গাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমর গয়ালির ছেলে ব্রজগোপাল গয়ালিই তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। তবে তার সঙ্গে আর কেউ ছিল কি না, তিনি জানেন না। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। এটা ধর্ষণ না মেয়েটি অন্তঃসত্ত্বা হয়েছিল নাকি অসুখ করে মারা গেছে, দেখতে হবে। একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছে, যা অত্যন্ত দুঃখের। শিশু সুরক্ষা অধিকার কমিশনকে মামলাটি দেখতে বলব। তদন্তের পরে কেসটা কি ছিল, সেটা আমরা জানাব।’ এরপরেই নির্যাতিতার মা বলেন, ”মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না। ব্রজই আমার মেয়েকে ধর্ষণ করেছে।” পাশাপাশিই, সাংবাদিকরা জিজ্ঞাসা করায় তিনি জানান, তাঁর মেয়ের সঙ্গে ব্রজগোপালের ‘সম্পর্ক’ ছিল।
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:হাঁসখালির নাবালিকা অন্তঃসত্ত্বা ছিল না, এমনটাই জানালেন নির্যাতিতার মা। তিনি স্পষ্টই জানান, গাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমর গয়ালির ছেলে ব্রজগোপাল গয়ালিই তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। তবে তার সঙ্গে আর কেউ ছিল কি না, তিনি জানেন না। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। এটা ধর্ষণ না মেয়েটি অন্তঃসত্ত্বা হয়েছিল নাকি অসুখ করে মারা গেছে, দেখতে হবে। একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছে, যা অত্যন্ত দুঃখের। শিশু সুরক্ষা অধিকার কমিশনকে মামলাটি দেখতে বলব। তদন্তের পরে কেসটা কি ছিল, সেটা আমরা জানাব।’ এরপরেই নির্যাতিতার মা বলেন, ”মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না। ব্রজই আমার মেয়েকে ধর্ষণ করেছে।” পাশাপাশিই, সাংবাদিকরা জিজ্ঞাসা করায় তিনি জানান, তাঁর মেয়ের সঙ্গে ব্রজগোপালের ‘সম্পর্ক’ ছিল।