অসুস্থ রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ, ভর্তি হাসপাতালে

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: অসুস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।রামকৃষ্ণ মঠ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁকে সকাল সাড়ে ১০টা নাগাদ বেলুড় মঠ থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মঠ সূত্রে খবর, নবতিপর মহারাজ বয়সজনিত সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে বুধবার সকালে তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ স্বামী স্মরণানন্দ মহারাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। এখন চিকিৎসকেরা তাঁর একাধিক পরীক্ষা করছেন।বেলুড় মঠে থেকেই চিকিৎসা চলছিল তাঁর। তবে ক্রমে শারীরিক অবস্থার অবনতি ঘটায় ঝুঁকি এড়াতে এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে বেলুড় মঠ থেকে সোজা কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মহারাজের শারীরিক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তকূল। সকলেই প্রেসিডেন্ট মহারাজের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছেন।চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁর। আপাতত তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না। এ ছাড়াও তাঁর বয়সের কথা মাথায় রেখে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকরাও তাঁকে দেখবেন বলে জানা গিয়েছে|প্রেসিডেন্ট মহারাজের বয়স ৯২ বছর হওয়ার কারণে চিকিৎসকরা শুরুতে কিছুটা চিন্তিত হলেও, এই মুহূর্তে আশঙ্কার কোন কারণ নেই বলেই মনে করছেন চিকিৎসকরা।তাঁর সব পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।