অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ২৬ মার্চ আইপিএল। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বড়ো বাধা কেকেআরের। প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ।পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে রয়েছেন দু’জনেই। ফলে প্রথম দিকে তাদের পাবে না কেকেআর। এই খবর আসার পরই দলের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক শ্রেয়ল আইয়র।কেকেআরের প্রধান মেন্টর হাসির কথা অনুযায়ী কামিন্স ও ফিঞ্চ সিএসকে (২৬ মার্চ), আরসিবি (৩০ মার্চ), পঞ্জাব কিংস (১ এপ্রিল), মুম্বই ইন্ডিয়ান্স (৬ এপ্রিল), দিল্লি ক্যাপিটালসের (১০ এপ্রিল) বিরুদ্ধে ম্যাচগুলি মিস করবেন। পাঁচ ম্যাচে কামিন্সের অনুপস্থিতি ভোগাবে নাইটদের। কারণ, কেকেআর শিবিরে কামিন্স ছাড়া প্রথম সারির আর কোনও বিদেশি পেসার নেই। আপাতত ভরসা বলতে শ্রীলঙ্কার চামিকা করুণারত্নের উপর। আর একদিকে ফিঞ্চ না থাকায় স্যাম বিলিংস বা রাহানেকে দিয়ে ওপেন করাতে পারে কেকেআর।তবে এর কোনও চাপ দলের অন্দরে পড়তে দিতে চাননা কেকেআর অধিনায়ক।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ২৬ মার্চ আইপিএল। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বড়ো বাধা কেকেআরের। প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ।পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে রয়েছেন দু’জনেই। ফলে প্রথম দিকে তাদের পাবে না কেকেআর। এই খবর আসার পরই দলের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক শ্রেয়ল আইয়র।কেকেআরের প্রধান মেন্টর হাসির কথা অনুযায়ী কামিন্স ও ফিঞ্চ সিএসকে (২৬ মার্চ), আরসিবি (৩০ মার্চ), পঞ্জাব কিংস (১ এপ্রিল), মুম্বই ইন্ডিয়ান্স (৬ এপ্রিল), দিল্লি ক্যাপিটালসের (১০ এপ্রিল) বিরুদ্ধে ম্যাচগুলি মিস করবেন। পাঁচ ম্যাচে কামিন্সের অনুপস্থিতি ভোগাবে নাইটদের। কারণ, কেকেআর শিবিরে কামিন্স ছাড়া প্রথম সারির আর কোনও বিদেশি পেসার নেই। আপাতত ভরসা বলতে শ্রীলঙ্কার চামিকা করুণারত্নের উপর। আর একদিকে ফিঞ্চ না থাকায় স্যাম বিলিংস বা রাহানেকে দিয়ে ওপেন করাতে পারে কেকেআর।তবে এর কোনও চাপ দলের অন্দরে পড়তে দিতে চাননা কেকেআর অধিনায়ক।