আজ থেকে কীসের কীসের দাম বাড়ল?

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: আজ থেকে নতুন মাস শুরু হয়েছে। দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসের দাম আজ থেকে বেড়েছে। সরকারি তেল কোম্পানিগুলো আজ থেকে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। আজ থেকে 19 কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম 105 টাকা বেড়েছে। 14 কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন নেই। পাশাপাশি, গুজরাট ভিত্তিক দুগ্ধ ব্র্যান্ড আমুল তার পণ্যের দাম ২ টাকা বাড়িয়েছে । নতুন দর সারাদেশে আজ থেকে তা প্রযোজ্য হবে। আমুল গোল্ড মিল্কের দাম হাফ লিটার বা ৫০০ মিলিলিটারে ৩০ টাকা। আমুল তাজার দাম ২৪ টাকা/৫০০ মিলিলিটারে এবং আমুল শক্তির জন্য দাম দিতে হবে ২৭ টাকা/৫০০ মিলিলিটারে।ফুল ক্রিম দুধের দাম পড়বে লিটারে ৬০ টাকা। টোনড মিল্কের দাম পড়বে আমদাবাদে প্রতি লিটারে ৪৮ টাকা এবং দিল্লি এনসিআর, মুম্বই ও কলকাতায় প্রতি লিটারে ৫০ টাকা। এছাড়া দেশের বৃহত্তম এফএমজিসি কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার ফেব্রুয়ারিতে লাইফবয়, লাক্স এবং পিয়ার্স সাবান ছাড়াও সার্ফ এক্সেল , কমফোর্ট ফ্যাব্রিক কন্ডিশনার, ডাভ বডি ওয়াশের মতো ব্র্যান্ডের স্টক কিপিং ইউনিটের দাম বাড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।