আমতার আনিস কাণ্ডে রাজ্যের রিপোর্ট “ভুল”, দাবি পরিবারের

Spread the love

সংবাদ সংস্থা: আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ‘ভুল’ বলে জানাল আনিসের পরিবার। কলকাতা হাই কোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, ”রাজ্য এটাকে ‘খুন’ বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে।” গত ১৮ ফেব্রুয়ারি আমতায় ছাত্রনেতা আনিসের দেহ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আনিস খানের মৃত্যু মামলার তদন্ত শুরু করে। যার রিপোর্ট সম্প্রতি আদালতে জমা দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আনিস খানের মৃত্যু অস্বাভাবিক নয়! কারণ হিসেবে সিটের যুক্তি, মৃত্যুর আগে আনিস চিত্‍কার করেননি। ধস্তাধ্বস্তির কোনও চিহ্নও নেই তাঁর শরীরে। সিটের রিপোর্টে আরও দাবি, আনিস নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। আর তা নিয়েই আপত্তি তুলেছে আনিসের পরিবার। জানিয়েছে, এই রিপোর্টে ভুল আছে। কী কারণে তদন্ত নিয়ে অসন্তোষ, কোথায় সমস্যা রয়েছে- এই সংক্রান্ত হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি। ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।