ইউক্রেনেও ত্রাতার ভূমিকায় সোনু সুদ

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: ফের শিরোনামে সোনু সুদ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের ফিরিয়ে আবার তিনি হয়ে উঠলেন ‘মসিহা’। পড়ুয়া লক্ষণ আগরওয়াল জানান, যুদ্ধ পরিস্থিতি তৈরির একেবারে শুরুতে তিনি ভাবেন আপাতত কয়েকদিন ইউক্রেনেই থাকবেন। আশা করেছিলেন ফের শান্তি ফিরে আসবে। তবে যত সময় গড়াতে থাকে ততই কঠিন হতে থাকে পরিস্থিতি। এরপরেই তাঁর যোগাযোগ হয় সোনু সুদ এবং তাঁর টিমের সঙ্গে। তাঁদের সাহায্যেই ফের হস্টেল থেকে গাড়িতে চড়ে বেরন পড়ুয়ারা। মাত্র ৫ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়েন তাঁরা। ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ফেরেন নিজের দেশে। সোনু সুদের সাহায্যেই একাজ অনেক বেশি সহজ হয়েছে বলেই জানান পড়ুয়ারা। পড়ুয়ারা দেশে ফেরার পর টুইট করেন সোনু সুদ। তিনি লেখেন, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই কষ্টে রয়েছে। তাদের দেশে ফেরানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। জয় হিন্দ।’ তবে এই প্রথমবার নয়। এর আগে করোনা কালে নিজের কথা না ভেবে সাধারণ মানুষের স্বার্থে এগিয়ে এসেছিলেন অভিনেতা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।