
ইউক্রেন ইস্যুতে ধস শেয়ার বাজারে নিজস্ব প্রতিবেদন: চরমে রাশিয়া-ইউক্রেন সংঘাত। পশ্চিমী শক্তিগুলির সতর্কবাণী উপেক্ষা করে সোমবার পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত দু’টি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ আরও উস্কে উঠেছে। তারই বড়োসড়ো প্রভাব পড়েছে ভারত-সহ বিশ্বের প্রায় সমস্ত বৃহত্ অর্থনীতির দেশের শেয়ার বাজারে। মঙ্গলবার সকালে বাজার খুলতে ধস নামে শেয়ার বাজারে। এক ধাক্কায় ১০০০ পয়েন্ট পড়ে গিয়েছে শেয়ার বাজার। বিভিন্ন বড় সংস্থার শেয়ারের দাম পড়তে শুরু করেছে। অন্যদিকে প্রভাব পড়েছে নিফটিতেও। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে নিফটিতেও বড় পতন দেখা গিয়েছে। প্রায় ১৭০০০ মার্ক পড়েছে নিফটি। বম্বে স্টক এক্সচেঞ্জে যে সব সংস্থার শেয়ার সব থেকে বেশি মার খেয়েছে। পাশাপাশি, ইউক্রেন এবং রাশিয়ার মত উন্নত দেশের মধ্যে এই অস্থিরতা তৈরি হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যেও। আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিস শেয়ার বাজারের ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের উত্তেজনার প্রভাব পড়েছে। ভারতের সঙ্গে এই দুই দেশেরই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যুদ্ধ বাঁধতে পারে এই আশঙ্কায় অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন না বলে মনে করছে অর্থনীতিবিদরা। ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের টানা পোড়েনে প্রভাব পড়েছে গোটা ইউরোপী। জার্মানি, ফ্রান্স, ব্রিটেনেও তার গুরুতর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাশিয়া ইউক্রেনের উপর হামলা করলে। আমেরিকাও এগিয়ে আসবে ইউক্রেনকে সাহায্য করতে এই নিয়ে প্রায় যুদ্ধ তৈরি হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার গুরুতর প্রভাব পড়বে বাণিজ্যে।