
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: রাশিয়া হামলার তীব্রতা বেড়েই চলেছে।ইতিমধ্যে অনেক দেশই তাদের ইউক্রেনের দূতাবাসের ঝাঁপ ফেলে দিয়েছে। অবশ্যই অনির্দিষ্টকালের জন্য। ভারত ফেলছে না। তবে, ইউক্রেন থেকে আর ইউক্রেনের দূতাবাস চলবে না। সেটা চলে যাচ্ছে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডে।এক টুইট বার্তায় দূতাবাস বলেছে, ইউক্রেনে যেসব ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ নাগরিক রয়েছেন, ‘খুব বেশি প্রয়োজন না হলে’ আপাতত তাঁরা যেন ভারতে ফিরে যান। এর আগে দূতাবাস থেকে শুধু শিক্ষার্থীদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে রোববার দূতাবাস বলেছে, ভারতীয় নাগরিকদের যেকোনো বাণিজ্যিক বা চার্টার্ড ফ্লাইট ধরা উচিত। রবিবার রাশিয়া জানিয়ে দিয়েছে, কিয়েভকে চারিদিকে ঘিরে ফেলা হয়েছে যেকোনো সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারে। তাই এই অবস্থায় ঝুঁকি না বাড়িয়ে ইউক্রেন থেকে দূতাবাস পড়শি দেশ পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত।