“ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: প্রত্যাশা ছিল শুরু থেকেই সেই মতো বৃহস্পতিবার ভোটের ফলাফলে চমক দিলেন যোগী আদিত্য্যনাথ। কারণ, এবারেই প্রথম বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফল ঘোষণার পর শুরু থেকেই এগিয়ে রইলেন তিনি। এখনও অবধি ১২ হাজারের অধিক ভোটে গোরক্ষপুর আরবান কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি। তাঁর বিপক্ষে ছিলেন একেবারে নতুন চন্দ্রশেখর আজাদ রাবণ। সেভাবে কোনও ছাপ ফেলতে পারেনি তাঁরা। সকলকে পিছিয়ে ফেলে এগিয়ে গেলেন যোগী আদিত্যনাথ। এখনও অবধি জানা গিয়েছে, ৪০৩ টি আসনের মধ্যে ২৬৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১২৩ টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি। অন্যদিকে এবারেও জায়গা করতে পারেনি কংগ্রেস। মাত্র ৩ টি আসনে এগিয়ে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। এমনকি আমেঠি, রায়বেরেলির মতো গড়েও মুখ থুবড়ে পড়েছে দেশের সবচেয়ে পুরাতন দল। বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জেতার পরেই উত্তরপ্রদেশে বিজেপি কর্মীদের স্লোগান “ইউপি মে কা বা? ইউ পি মে বাবা”।এখন প্রশ্ন হল, নিজের বিধানসভা কেন্দ্রে বিপুলতম ব্যবধানে জিতে কি যোগী নিজেকে আরও অপ্রতিরোধ্য করে তুলবেন? তিনি কী ছিলেন, তার উদাহরণ লখনউয়ের ক্ষমতার অলিন্দে কান পাতলেই শোনা যায়। তিনি কী হবেন, সেটাই এখন দেখার।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।