শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সামনেই আসছে ঈদ, তার আগেই বোনাস ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কর্মরত সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের আগামী মঙ্গলবার থেকে দেওয়া হবে বোনাস বা উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস । নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস। সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের। তবে যাদের বেতন ৩৭ হাজার টাকার কম, তারাই উৎসব বোনাস পাবেন সর্বোচ্চ ৪,৮০০টাকা।এর পাশাপাশি শুধুই বর্তমানে কর্মরত চাকুরীজীবিরাই নয়, পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। তাঁদের জন্য এককালীন ২,৭০০ টাকার ভাতা ঘোষণা করেছিলে রাজ্য সরকার । তবে ৩২ হাজার টাকার নীচে যাদের পেনশন, তাঁরাই পাবেন এই সুবিধা।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সামনেই আসছে ঈদ, তার আগেই বোনাস ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কর্মরত সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের আগামী মঙ্গলবার থেকে দেওয়া হবে বোনাস বা উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস । নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস। সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের। তবে যাদের বেতন ৩৭ হাজার টাকার কম, তারাই উৎসব বোনাস পাবেন সর্বোচ্চ ৪,৮০০টাকা।এর পাশাপাশি শুধুই বর্তমানে কর্মরত চাকুরীজীবিরাই নয়, পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। তাঁদের জন্য এককালীন ২,৭০০ টাকার ভাতা ঘোষণা করেছিলে রাজ্য সরকার । তবে ৩২ হাজার টাকার নীচে যাদের পেনশন, তাঁরাই পাবেন এই সুবিধা।