এবার দুয়ারে সরকার এবং লক্ষীর ভান্ডার চিপস 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: মুর্শিদাবাদের ডোমকলে, রাজ্য সরকারের প্রকল্পের নামে বিক্রি হচ্ছে চিপস। কোনোটা দুয়ারে সরকার আবার কোনোটা লক্ষীর ভান্ডার । প্রকল্পের নামে চিপস বেরোবে কিন্তু রাজনৈতিক তরজা হবে না সেটা কি হয়? এমনিতে সরকারি প্রকল্পের চাহিদা  আছে এর সাথে প্রকল্পের নামের চিপসের প্যাকেট হওয়ার চিপস খাওয়ার আলাদা এক উৎসাহ তৈরি হয়েছে মুর্শিদাবাদে।তবে রাজনৈতিক তরজার ময়দানে মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেছেন, ‘রাজ্য সরকার চটকদারি রাজনীতি করছে। পশ্চিমবঙ্গে চিপস কোম্পানিও চটকদারি বিজ্ঞাপন দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট টানার চেষ্টা করছে। চিপস কোম্পানিগুলো অফার দিচ্ছে, টাকা দিচ্ছে।’ এই প্রসঙ্গে তৃণমূল অতটা পাত্তা না দিলেও মুর্শিদাবাদের তৃণমূল নেতা অশোক দাস বলেছেন, ‘দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার যে বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। চিপসের প্যাকেট তারই প্রমাণ। ব্যবসায় কিসে শ্রীবৃদ্ধি হবে তারা জানে। বিরোধীদের চালচুলো নেই। রাজনৈতিক তরজাকে একদম উড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মন এই চিপসেই মজে। শুধু চিপসই নয় এর সাথে রয়েছে আকর্ষণীয় উপহার।এভাবে প্যাকেটে প্রকল্পের নাম থাকায় লোকজনের  যথেষ্ট আগ্রহ রয়েছে এই চিপসের প্যাকেটগুলো কেনারও।বিক্রেতার বক্তব্য অনুযায়ী আকর্ষণীয় প্যাকেটের জন্য জনপ্রিয়তা বাড়ছে জনে জনে এবং লক্ষী লাভের সহজ উপায়ও বটে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।