
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: এসভিএফ মুভির প্রযোজনায় জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচলনায় ‘দ্য একেন’–এর ট্রেলার মুক্তি পেল শুক্রবার। কিন্তু এইবারে ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে নববর্ষের দিন বড়ো পর্দায় রিলিজ হতে চলেছে একেন বাবু। ইতিমধ্যেই ট্রেলার মুক্তির পরেই একেন প্রেমীদের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।বড়পর্দায়ও বাঙালির এখনকার অন্যতম পছন্দের গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে পায়েল সরকার, সুহত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ এবং দেবাশিষ মণ্ডলকে।একেন বাবুর সঙ্গী হিসাবে দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায়কে এবং জনপ্রিয় আরজে সোমক ঘোষকে। ট্রেলার মুক্তির পর এইবারে একেন বাবু তথা অনির্বাণকে বড়ো পর্দায় দেখার জন্যে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।