
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষ এ ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি। টুইট করে বিল গেটস লেখেন, ‘আমি করোনা পজিটিভ|মৃদু উপসর্গ রয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।’আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি।করোনাভাইরাস মহামারি অবসানে সোচ্চার ভূমিকা রাখছেন বিল গেটস। বিল গেটস বুধবার তার ফাইন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি।
