
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: দাম বাড়ছে জ্বালানির, বাড়ছে রাস্তায় যানজট, বাড়ছে দূষণও। তাই আসছে ট্রলি বাস । সম্প্রতি লন্ডনে ট্রলিবাসের আদলে কলকাতাতেও এবার চলবে ট্রলিবাস। রাজ্যের পরিবহনমন্ত্রী জানান,” সিএনজির মতো পেট্রোল, ডিজেলের -রও দাম বাড়ছে ফলে ই-বাস, ই-অটোর উপর জোর দেওয়া হয়েছিল কিন্তু ই-বাসের সরবরাহ ঠিক নেই আর চার্জিং স্টেশনও তো নেই, তাই ট্রলি বাস আনার পরিকল্পনা নেওয়া হয়েছে”। এছাড়াও কলকাতার বহু পুরানো ঐতিহ্য ট্রামও বর্তমানে বিলুপ্তির পথে। রাস্তায় যানজটের অসুবিধার জন্য ট্রাম বন্ধ করে দেবার সিদ্ধান্ত চলছে সরকারের পক্ষ থেকে তারই পরিবর্তে রাজ্যে আসবে ট্রলিবাস। শুক্রবার পরিবহণ দফতরের আধিকারিক, কলকাতা পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিক এবং কলকাতার পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ট্রলিবাস সম্পর্কিত বিষয় নিয়ে।