সংবাদ সংস্থা: ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। এবার তারই প্রভাব পড়লো সংবাদপত্রের ওপরেও। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের সময় থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। তার ধারাবাহিকতায় দ্বীপরাষ্ট্রটিতে দেখা দিয়েছে ছাপার কাগজের অভাব। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশটির প্রধান দুটি সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যমের ওপর দেশে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়াকেই এ সিদ্ধান্তের কারণ হিসেবে দাবি করছেন মালিকরা। ব্যক্তিগত মালিকানাধীন সংবাদপত্রগুলো জানিয়েছে, নিউজপ্রিন্ট কাগজের ঘাটতির কারণে তাদের ইংরেজি ভাষার দৈনিক দ্য আইল্যান্ড এবং সিংহলি সংস্করণ ডিভাইনা-এর প্রিন্ট সংস্করণ প্রকাশিত হবে না। যদিও পত্রিকা দুটির অনলাইন সংস্করণ খোলা থাকবে। খরচ এক তৃতীয়াংশের বেশি বেড়ে যাওয়ার পর এবং বিদেশ থেকে সরবরাহ নিশ্চিত করতে অসুবিধার কারণে গত ৫ মাসে দেশটির অন্যান্য প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রগুলো পৃষ্ঠা সংখ্যা কমিয়ে তাদের প্রিন্ট সংস্করণ প্রকাশ করছে। এবার বন্ধ হলো তাও। চালু থাকবে ডিজিটাল সংস্করণ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করার মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রার তহবিল না থাকায় গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।
সংবাদ সংস্থা: ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। এবার তারই প্রভাব পড়লো সংবাদপত্রের ওপরেও। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের সময় থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। তার ধারাবাহিকতায় দ্বীপরাষ্ট্রটিতে দেখা দিয়েছে ছাপার কাগজের অভাব। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশটির প্রধান দুটি সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যমের ওপর দেশে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়াকেই এ সিদ্ধান্তের কারণ হিসেবে দাবি করছেন মালিকরা। ব্যক্তিগত মালিকানাধীন সংবাদপত্রগুলো জানিয়েছে, নিউজপ্রিন্ট কাগজের ঘাটতির কারণে তাদের ইংরেজি ভাষার দৈনিক দ্য আইল্যান্ড এবং সিংহলি সংস্করণ ডিভাইনা-এর প্রিন্ট সংস্করণ প্রকাশিত হবে না। যদিও পত্রিকা দুটির অনলাইন সংস্করণ খোলা থাকবে। খরচ এক তৃতীয়াংশের বেশি বেড়ে যাওয়ার পর এবং বিদেশ থেকে সরবরাহ নিশ্চিত করতে অসুবিধার কারণে গত ৫ মাসে দেশটির অন্যান্য প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রগুলো পৃষ্ঠা সংখ্যা কমিয়ে তাদের প্রিন্ট সংস্করণ প্রকাশ করছে। এবার বন্ধ হলো তাও। চালু থাকবে ডিজিটাল সংস্করণ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করার মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রার তহবিল না থাকায় গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।