
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিন সরবরাহ বন্ধের ডাক দিলো ভারতে। WHO-এর তরফে এবিষয়ে জানানো হয়েছে যে, টিকা প্রস্তুতকারক সংস্থাকে তাদের ‘ফ্যাসিলিটি’র মান বাড়াতে হবে এবং যেসব দেশকে কোভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে তাদের ‘উপযুক্ত পদক্ষেপ’ গ্রহণ করতে হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে এটা স্পষ্ট করে বলা হয়নি যে কোভ্যাক্সিন নিয়ে ঠিক কী ‘উপযুক্ত পদক্ষেপ’ করতে হবে। যার ফলে কোভ্যাক্সিন নিয়ে হঠাৎই তৈরি হয় ধোঁয়াশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এও জানানো হয়, গত ১৪ থেকে ২২ মার্চ কোভ্যাক্সিন নিয়ে পর্যালোচনা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ‘ইমারজেন্সি ইউজ় লিস্টিং’-এর পরবর্তী সময়ের জন্য কোভ্যাক্সিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইন্সপেকশন করা হবে। এর প্রেক্ষিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিন সরবরাহ বন্ধের ঘোষণা করে। এই প্রেক্ষিতেই ভারত বায়োটেক বিবৃতিতে জানায়,”ফেসিলিটির মান উন্নয়নের ক্ষেত্রে যে সকল কাজ বাকি ছিল সেগুলি শেষ করতে এবং ফেসিলিটির রক্ষণাবেক্ষণের জন্য টিকা উৎপাদনের হার আপাতত কম থাকবে।” পরবর্তীকালে WHO -র তরফে আশ্বাস দেওয়া হয়, কোটি কোটি মানুষ কোভ্যাক্সিন টিকা নিয়েছেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। তাঁদের টিকাকরণ শংসাপত্র এখনও বৈধ আছে।