শ্রেয়া ঘোষ/সংবাদ সংস্থা: রাসায়নিক সার জনিত সবজি খেয়ে হাতির মৃত্যু। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে বেঘোরে প্রাণ গেল এক পূর্ণবয়স্ক হাতির। রবিবার সকালে জলপাইগুড়ির, মহারাজঘাট থেকে হাতির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে চাষের জমিতে ঢুকে সবজি খেতে গিয়ে কোনওভাবে রাসায়নিক বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে। প্রাণহীন হাতির দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের ADFO মঞ্জুলা তির্কি ও অন্যান্য বনকর্মীরা।হাতির মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বনবিভাগের কর্মীরা। বনবিভাগের ADFO মঞ্জুলা তির্কি কথায়, “হাতি মৃত্যুর তদন্ত চলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সেই রিপোর্ট না পেলে কিছু বোঝা যাবে না।” সবজি খেতের রাসায়নিক খেয়ে হাতির মৃত্যু নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা বর্তমানে খতিয়ে দেখছে বন দফতর।
শ্রেয়া ঘোষ/সংবাদ সংস্থা: রাসায়নিক সার জনিত সবজি খেয়ে হাতির মৃত্যু। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে বেঘোরে প্রাণ গেল এক পূর্ণবয়স্ক হাতির। রবিবার সকালে জলপাইগুড়ির, মহারাজঘাট থেকে হাতির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে চাষের জমিতে ঢুকে সবজি খেতে গিয়ে কোনওভাবে রাসায়নিক বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে। প্রাণহীন হাতির দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের ADFO মঞ্জুলা তির্কি ও অন্যান্য বনকর্মীরা।হাতির মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বনবিভাগের কর্মীরা। বনবিভাগের ADFO মঞ্জুলা তির্কি কথায়, “হাতি মৃত্যুর তদন্ত চলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সেই রিপোর্ট না পেলে কিছু বোঝা যাবে না।” সবজি খেতের রাসায়নিক খেয়ে হাতির মৃত্যু নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা বর্তমানে খতিয়ে দেখছে বন দফতর।