
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: সূর্যের এই প্রখর তাপে মানুষের যেমন দম বন্ধকর অবস্থা। ঠিক সেই রকমই আমাদের আশেপাশের গাছপালার ও একই অবস্থা। তাই এই গরমে নিজেদের সাথে সাথে বাড়ির গাছপালার ও যত্ন নিতে হবে। অতিরিক্ত তাপে গাছে জল খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং মাটি রুক্ষ হয়ে যায়। এ কারণে অতিরিক্ত তাপমাত্রায় সকাল থেকে দুই-এক ঘণ্টা রোদ লাগার পর গাছগুলোর জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া গাছের শুকনো পাতা নিয়মিত কেটে ফেলতে হবে। গাছের কোনো ডগা শুকিয়ে গেলে সেইগুলোও কেটে ফেলতে হবে। কারণ সেই অংশে পুষ্টি জোগাতে গাছ দ্বিগুণ খাটবে। এবং তাতে বাকি গাছের স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। গাছকে সবুজ রাখার জন্য ঘরোয়া সার ব্যবহার করা যাবে। পাতা, ডিমের খোসা, গোবর আর শুকনো পাতা একসঙ্গে কয়েকদিন রোদে রেখে দিতে হবে। তাহলে খুব ভালো সারে পরিণত হবে। যা কুঁড়ি ও ফুলগাছের জন্য বেশ উপকারী।