চিন্তা বাড়াচ্ছে সোনার দাম, কবে সস্তা হবে সোনালি ধাতু, অপেক্ষায় ক্রেতা

Spread the love

  নিজস্ব প্রতিবেদন :বারো মাসে তেরো পার্বণের মত হয়তো আমরা সোনা কিনি না, কিন্তু বছরের নির্দিষ্ট কিছু দিন যেমন ধরুন ধনতেরস বা পুজোর সময় অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। একগাদা জামাকাপড় না কিনে অনেকেই পুজো বা জন্মদিনের টাকা জমিয়ে সোনা কিনতে ভালবাসেন। কিন্তু একটানা দীর্ঘ দিন যেভাবে সোনার দামের পারদ উর্ধ্বমুখী রয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা সত্যিই দায় হয়ে পড়েছে। ফলে আপাতত চড়া দামেই হলদে ধাতু কিনতে হবে সাধারণ মানুষকে। ঠিক কবে সোনার দাম কমবে তা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরাও। ফলে বিয়ের মরশুমে মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই চড় চড় করে বাড়তে থাকে সোনার দাম। একটানা হলুদ ধাতু মহার্ঘ হতে হতে তা পার করে যায় 50 হাজারের সীমা। এখনও গত দু’দিন ধরে সেই দামই বজায় ছিল। আজ দাম না বাড়লেও, বিক্রয়মূল্যতে কোনও পরিবর্তন আসেনি।নতুন বছরের তৃতীয় মাস। আজ ২ মার্চ, বুধবার বিশ্ববাজারে সোনার দাম কেমন রয়েছে জেনে নেওয়া যাক। ২ রা মার্চ, বুধবার বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে সামান্য পতন ঘটেছে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেটে ৩০০ টাকা ও ২৪ ক্যারেটে ৩৩০ টাকা পর্যন্ত দাম কমেছে। সেই হিসাবে আজ অর্থাত্‍ বুধবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে যথাক্রমে ৪৬ হাজার ৭০০ টাকা ও ৫০ হাজার ৯৫০ টাকা। বলা বাহুল্য, সোনার দামে ৩০০ টাকার পতন যেন সমুদ্রের থেকে দু-এক বালতি জল তোলার সমান। এই সামান্য পতনে সোনার দামের এমন কিছু হেরফেরও হয় না। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থেকেই যায়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।