
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: পুরসভার চেয়ারম্যান নিয়ে ক্ষোভ। শপথ গ্রহণের দিন বিক্ষোভে সামিল তৃণমূল কর্মীদের একাংশ। দলের ঘোষিত হুগলির বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানকে মেনে নিতে আপত্তি বিক্ষোভকারীদের। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না নবনিযুক্ত চেয়ারম্যান পিন্টু মাহাতো।।আর এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না গেরুয়া শিবির। প্রসঙ্গত, বৈদ্যবাটি পুরসভায় ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৬ টিতেই জয়ী হয়েছে তৃণমূল। আর তারপরেই সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। যদিও সেই শপথগ্রহণ অনুষ্ঠানে তীব্র উত্তেজনা ছড়াল ও তৃণমূল কর্মীদের একাংশ। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে কাউন্সিলর পিন্টু মাহাতোর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু, বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের প্রশ্ন, মাত্র ৬৪ ভোটে জয়ী পিন্টু মাহাতো কেন চেয়ারম্যান হবেন? তাঁদের দাবি, ৩ হাজার ভোটে জয়ী সুবীর ঘোষকে চেয়ারম্যান করা হোক।