
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: প্রায় ১৩৭ দিন দাম অপরিবর্তিত থাকার পরে এক লাফে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম।মঙ্গলবার থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০৫.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯০.৬২ টাকা। অর্থাৎ কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা ও ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ৮৩ পয়সা। সোমবার কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৪ টাকা ৬৭ পয়সা আর ডিজেল লিটার প্রতি ৮৯ টাকা ৭৯ পয়সা। এর আগে পাইকারি হারে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ২৫ টাকা। অর্থাৎ পাইকারি ক্রেতা যারা একসঙ্গে অনেকটা পরিমাণে ডিজেল কেনেন তাঁদের উপর এই দাম বৃদ্ধি পেয়েছে। তাই আজ থেকে সাধারণ উপভোক্তাদের জন্য বৃদ্ধি হল পেট্রোল ডিজেলের মূল্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নির্বাচনের ফলাফলের ঘোষণা হয়ে গিয়েছে। এইবার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র”। এবং তাঁর আশঙ্কাই সত্যি হল। আর এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তদের, লিটার প্রতি ১০৫ টাকা পেট্রোল হলে আর সেভিংস কি থাকবে!এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারেও পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। তারই প্রভাব এখন ভারতবর্ষে।